Published on 22 Jan 2016 | 11 months ago

সৌদি প্রবাসীর বউ মিম তার প্রেমিকের হাত ধরে পালিয়েছে .... মুল ঘটনার কিছু অংশ পড়ুন - সব জানবেন /// বিখ্যাত ফেনী জেলার ঘটনা,Faizneen sanabi (মিম) ছিলো সৌদি রিয়াদ প্রবাসী আজাদের স্ত্রী। ছুটিতে গিয়ে প্রায় ৩ বছর আগে তাদের বিয়ে হয়ে ছিলো পারিবারিক সন্মতিক্রমে এবং আয়াত নামে মাত্র ১৩ মাসের এক কন্যা সন্তান ও রয়েছে তাদের । বিয়ের পর সৌদি প্রবাসী আজাদ তার বউ মিম কে বা তার শ্বশুর বাড়ীর রাখেন - কারন, শশুরবাড়ির লোকদের অনেক বিশ্বাস করতো ( আজাদের সৎ মা থাকাতে সে তার পরিবার কে টাকা পয়সার বেপারে বিশ্বাস কিছুটা কমই করতো ) আর বিয়ের পর সব থেকে আপনজন হয় নিজের বিয়ে করা বউ সে ও ঠিক তাই করে ছিলো দেখা গেছে তার আয় করা সিংহ ভাগ টাকা পয়সা বউয়ের কাছেই পাঠাতো এমন কি শোনা গিয়েছে যে শ্বশুর বাড়ীতে ছেলেটি তার নিজের টাকায় টিনের ঘরের বদলে বিল্ডিং ও তুলে দিয়ে ছিলো আর এই দিকে তার স্ত্রী তার কষ্টার্জিত টাকায় মৌজ মাস্তি করে বেড়াচ্ছিল আর প্রেমিক "ফারহান শাহেদ" নামের ছেলেটি সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে - ফরহান ফেনী শহরে গান বাজনার সাথে জড়িত /// শেষ পরিনতি প্রায় ১৫ লক্ষ্য টাকার গহনা ও নগত অর্থ নিয়ে মিম আজাদের ১৩ মাসের শিশু কন্যা আয়াত ফেলে ফরহানের সাথে পালিয়েছে। আজাদ নিজের বউয়ের এমন ঘটনা শুনে সাথে সাথে দেশে ছুটি নিয়ে চলে এসেছে আর সে এখন তার শ্বশুর বাড়িতেই অবস্থান করছে কিন্তু সমস্যা হচ্ছে তার ছোট মেয়েটি কে নিয়ে যে এখন সারা ঘর জুড়ে তার মা কে খুজে ফিরছে কেউ তার কান্না থামাতে পারছে না , না তার বাবা না তার নানু , আমার কথা হোল এই মাসুম বাচ্চা টির কি অপরাধ ছিলো আর মিম কেমন মা যে দুধের বাচ্চাকে ফেলে নাগরের হাত ধরে চলে যেতে পারলো ??আপনাদের মতামত থাকলে জানাবেন এবং এই মিম ও ফরহান কে বাংলাদেশের যেখানে পাবেন - কোন কথা নেই সাথে সাথে জুতা খুলে গালে মারবেন - ওয়াক থুঃ

@ দয়া করে ধোড়করা চ্যানেল সাবস্ক্রাইব করুন
Please Subscribe DhorkaraChannel... Thanks


Dhorkara Channel Android app download link: www.droidbin.com/p1a508719a1s54td1niq1fk1r423

সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে স্পেশাল ভিডিও পেতে লাইক,সাবস্ক্রাইব করুন।
Thanks for watching the video, Please Subscribe Dhorkara Channel for more videos..
Subscribe link: www.youtube.com/user/dhorkarachannel

Loading related videos...