Published on 29 Dec 2015 | about 1 year ago

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ‘অগ্নি’ আর ‘ওয়ার্নিং’ ছবিতে । ‘ঢাকা অ্যাটাক’ এই জুটির তৃতীয় ছবি।

এ ছবিতে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এ বি এম সুমন প্রমুখ। আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Loading related videos...